কমিটি প্রকাশের এক ঘন্টার মাথায় ছাত্রদল নেতা মামুনের পদত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী পাবনা জেলা ছাত্রদলের স্বাক্ষরিত চাটমোহর উপজেলা ছাত্রদলের কমিটি প্রকাশের এক ঘন্টার মাথায় পদত্যাগ করলেন কমিটির যুগ্ম আহবায়ক একরামুল হক মামুন। গত ৪ এপ্রিল সোমবার চাটমোহর উপজেলা ছাত্রদলের কমিটি প্রকাশের পর ছাত্রদল নেতা মামুনের ফেসবুক ওয়াল থেকে পদত্যাগের সত্যতা মেলে।
এ সম্পর্কে ছাত্রদল নেতা মামুন ডেইলি পাবনাকে বলেন “চাটমোহর উপজেলা বিএনপি, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক হিসাবে আমি নির্বাচিত হয় এবং সেই কমিটি কেন্দ্রীয় ছাত্রদল সংসদে পাঠানো হয় কিন্তু হঠাৎ দেখি আমাকে ২ নং যুগ্ম-আহবায়ক করা হয়েছে, সবচেয়ে আশ্চর্যের বিষয় প্রস্তাবিত কমিটির সদস্যকে আহবায়ক করা হয়েছে যা আমার বোধগম্য নয়। আমার জানামতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা অর্থ বিনিয়োগে কমিটি বাস্তবায়নের একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরী করেছে এবং ফুলচাদ শামীমের নিকট বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করে আহবায়ক হিসাবে নির্বাচিত করেছে।