প্রয়াত এ অভিনেত্রীর অভিনয় দক্ষতা ছিল অসাধারণ। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। ২০০৭ সালের ‘পদ্মশ্রী’, ২০০৯ সালের ভি শান্তারাম লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার আছে তার ঘরে।
১৯৩২ সালে মুম্বাইয়ের সোলাপুরে জন্ম শশীকলার। অভিনয়ের হাতেখড়ি ছোটবেলা থেকেই। প্রথম আলোচনায় আসেন ১৯৫৩ সালে ‘তিন বাতি চার রাস্তা’ সিনেমায় অভিনয় করে। সিনেমার পাশাপাশি টেলিভিশন ধাবারাহিকেও অভিনয় করেন তিনি।