শুক্রবার( ২ এপ্রিল ২০২১) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর সদরের দোগাছি ইউনিয়নের চরআশুতোষপুর এলাকার ছলিম মোল্লার ছেলে। পেশায় সে একজন কৃষক ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাবনা- সুজানগর রোড হয়ে পরিবারসহ মোটরসাইকেল যোগে শশুর বাড়ি মানিকগঞ্জে যাচ্ছিল। প্রতিমধ্যে তারাবাড়িয়া বাজারে রাস্তার এক পাশে মোটরসাইকেল দাড়ঁ করিয়ে মোবাইলে কথা বলতেছিল। কথা বলা অবস্থায় বালুবাহী ড্রাম ট্রাক এসে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা ও মেয়ে। এ সময় মা গুরুতর আহত হয়।
স্থানীয়রা আরো জানান, এর আগেও সুজানগর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনকারী ট্রাকে একাধিক প্রাণ হানির ঘটনা ঘটেছে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠিয়েছি মরদেহ উদ্ধারের জন্য। তিনি আরো জানান ট্রাকের ড্রাইভার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভবর হয়নি, তবে ট্রাক আটক করা হয়েছে