পাবনায় কোনভাবেই থামছে না অবৈধ বালুর ব্যবসা। জেলার সদর উপজেলার অন্তর্ভুক্ত দোগাছী ইউনিয়নের শিলাইদহ পদ্মা নদীর কয়েকটি পয়েন্টে গত পাচ বছর ধরে অবৈধ ভাবে বালু কেটে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা এমন অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায় যে, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান এর মদদপুষ্ট হয়ে গত পাচ বছর ধরে অবৈধ ভাবে বালু উত্তলোন করছে এই অসাধু ব্যবসায়ীরা এতে নদী পার কেটে ফেলার ফলে নদী পাড়ের মানুষদের মধ্যে নদী ভাঙনের ভীতি বিরাজ করছে। এছাড়াও শিলাইদহ ঘাট থেকে পাবনা শহরের পুরাতন টেকনিক্যাল মোড় পর্যন্ত আট কিলোমিটার রাস্তার বেহাল দশা এবং ধুলাবালিতে আশেপাশের এলাকার মানুষদের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে।
এ সম্পর্কে এলাকাবাসীর একজন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএমকে অবগত করে প্রতিকার চাইলে তিনি বলেন, “আমি নিজে গিয়ে কয়েকবার বন্ধ করেছি, সার্বক্ষনিক পুলিশ পাহারার অভাবে তারা এই কাজ করছে, আবারও অভিযান পরিচালনা করা হবে।”
প্রতিকার চেয়ে স্থানীয় লোকেরা জোট বাধলেও এলাকার প্রভাবশালী নেতাদের ভয়ে মুখ খুলতে পারছেন না বলে জানান তারা।