তাসকীনা সিনথী চ্যারেটি ফাউন্ডেশন (TSCF) কর্তৃক পরিচালিত তাসকীনা সিনথী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ১ জন প্রধান_শিক্ষক ও ৪ জন সহকারী_শিক্ষক( গণিত -২, ইংরেজি-২) নিয়োগ দেওয়া হবে নিদিষ্ট সময়ের মধ্যে আগ্রহীদের আগামী ০৪.০৩.২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় বিকাল ৫ টার মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।