পাবনার সাঁথিয়ায় সরকারী কাজে বাধা, চাঁদাদাবী ও থানার মধ্যে ঠিকাদারের ম্যানেজারকে মারপিটের মামলায় বহিস্কৃত সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হক সানার বিরুদ্ধে সাঁথিয়া থানায় ফের চাঁদাবাজী ও মারধোরের অভিযোগ
দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান হোসেন হৃদয়।
সে উপজেলার কোনাবাড়ীয়া গ্রামের জব্বার প্রামাণিকের ছেলে। বর্তমানে সে সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানায় দেওয়া আভিযোগ সুত্রে জানা যায়, বুধবার দুপুরে রায়হান বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে থানার সামেন রুপালী ব্যাংকের কাছে এলে সম্প্রতি বহিস্কৃত সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হক সানা, রায়হানকে জোর করে কলার ধরে টেনে হিচড়ে ব্যাংকের ছাদের উপর নিয়ে গিয়ে অস্ত্র ঠেকিয়ে ৫০ হাজার
টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার সহযোগী কোনাবাড়িয়া গ্রামের মিল্টনের ছেলে তালহা সানার হুকুমে রায়হানকে মারধোর করে ও সিমফোনি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় সানা হৃদয়ের পকেটে থাকা সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদে চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় সানা ও তার সহযোগী তালহা।
রায়হান অসুস্থ হলে তার স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় রায়হান নিজেই বাদী হয়ে হাসিবুল হক সানা ও তালহাকে আসামী করে সন্ধায় সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সানার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোজাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি।
উল্লেখ্য এর আগে গত ২৯ সেপ্টস্বর ২০২০ইং তারিখে সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হক খান সানা’র বিরুদ্ধে সরকারি
কাজে বাধা ও চাঁদা দাবি ও ঠিকাদারকে মারধোর করায় সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কৃত হন।
বর্তমানে সে বহিস্কৃত সাবেক ছাত্রলীগ নেতা।