সোহেল রানা, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝাঁকে ঝাঁকে নেতা কর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়। পাবনা জেলা ছাত্রদল’র সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট’র পক্ষে শত শত নেতাকর্মী নিয়ে জেলা ছাত্রদল’র সাবেক সহ সাধারণ সম্পাদক রুমন আক্তার ও গোলাম মাহবুব সুজন’র নেতৃত্বে পাবনা বাস টার্মিনাল থেকে মহিষের ডিপু হয়ে র্যালী করে ও বিভিন্ন স্লোগান দিতে দিতে জেলা বিএনপি কার্যালয়ে একত্রিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল’র ৪২ তম প্রতিষ্ঠা উপলক্ষে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় জেলা যুবদল’র সহ্-সভাপতি হাসান ইব্রাহিম টুটুল’র সভাপতিত্বে ও জেলা যুবদল’র সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন’র উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা বিএনপির আহব্বায়ক মাহমুদন্নবী স্বপন, পাবনা পৌর বিএনপির আহব্বায়ক সাইফুল ইসলাম বাদশা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য-সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য-সচিব আবুল হাশেম, পাবনা পৌর বিএনপির সদস্য-সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।
এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা শ্রমিক দল’র সাধারণ সম্পাদক কাওসার হোসেন, জেলা ছাত্রদল’র সহ্-সভাপতি সোমনাথ বাগচী, যুব নেতা সিফাত হোসেন, ছাত্রনেতা দেলোয়ার হোসেন শুভ, তানভীর, রফিক ও পাবনা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিলদল, কৃষকদল’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।